বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ মার্চ ২০২৪ ১৭ : ৫১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দিলীপ ঘোষের পর হিরণ চ্যাটার্জি। লোকসভা নির্বাচনের আবহে বিতর্কিত মন্তব্যের জেরে ঘাটালের বিজেপি প্রার্থীকে শোকজ করল নির্বাচন কমিশন।
তৃণমূলের অভিযোগ, দিন কয়েক আগেই পুলিশের বিরুদ্ধে লাঠি-ঝাঁটা নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ দেখাতে বলেছিলেন হিরণ। এরপর মঙ্গলবার কর্মসূচির পর ডেবরায় বিডিও অফিসে বসে ফের পুলিশকে হুমকি দেন তিনি। বিডিওর সামনে বসেই গ্রামবাসীদের উদ্দেশে হিরণ বলেন, "আগামী দুই মাস লাঠি-ঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন। গ্রামে কোনও পুলিশ-প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না। আগামী দু’মাস সব কিছু আটকে রাখুন। ভোটে জেতার পরে যা ব্যবস্থা নেওয়ার নেব। কীভাবে টাইট দিতে হয় দেখাব।"
বারবার পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠতেই হিরণকে বুধবার শোকজ করে কমিশন। ২৮ মার্চ বিকেল ৫ টার মধ্যে এই ইস্যুতে হিরণের জবাব তলব করা হয়েছে।